চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের পাশে একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনিবলেন, বাপ্পী আহমেদ নামে একব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে।
চস/স