চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ঋণখেলাপির মামলায় ১০ বছর পলাতক থাকার পর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।
সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর থানার সল্টগোলা ক্রসিং মাইজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৪০ লাখ টাকার ঋণখেলাপির অপরাধে ৪ টি সিআর মামলা দায়ের হয়। মামলা রুজুর পর আসামি দীর্ঘদিন পলাতক থাকায় আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত।
গতকাল বন্দর থানার সল্টখোলা ক্রসিং মাইজপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
চস/স