কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলসমূহে প্রায় সময়ই আবাসিক রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালনের প্রমাণ পাওয়া গেছে। উক্ত হোটেল সমূহ হতে বেশ কয়েকবার অসামাজিক কার্যকলাপে জড়িত পতিতা ও খদ্দেরসহ অভিযুক্ত আসামীদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
হোটেলের মালিক ও ম্যানেজারদেরকে বারংবার অসামাজিক কার্যকলাপ হতে বিরত থেকে লাইসেন্সের শর্তানুযায়ী আবাসিক হোটেলে সাধারণ বর্ডারের কাছে রুম ভাড়া প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলেও তারা প্রায় সময়ই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নিয়ম নীতির তোয়াক্কা না করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার কাজে রুম ভাড়া দিয়ে আসছে।
এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিম্নেবর্ণিত ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন প্রেরণ করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
হোটেলের নাম ও ঠিকানা:
১। হোটেল সিলভার ইন, বিআরটিসি, গোল্ডেন ইন হোটেলের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
২। হোটেল হিলটাউন আবাসিক, বিআরটিসি, ফলমন্ডির পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৩। হোটেল গেইটওয়ে আবাসিক, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৪। হোটেল মেট্রো ইন, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৫। হোটেল গেষ্ট ইন, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৬। ইকবাল বোডিং, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৭। হোটেল গণি আবাসিক, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৮। হোটেল ঢাকা আবাসিক, ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৯। হোটেল ক্যামেলিয়া সাবেক হোটেল সম্রাট, রঙ্গম কনভেনশন হল রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১০। হোটেল নেভাল আবাসিক, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১১। হোটেল কর্ণফুলী আবাসিক, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১২। হোটেল মুসলিম আবাসিক, নন্দনকানন শিক্ষা অফিসের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৩। হোটেল বিরাজ, নন্দনকানন শিক্ষা অফিসের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৪। হোটেল দরবার আবাসিক, লয়েল রোড, জহুর হকার্স মার্কেটের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৫। হোটেল আদর আবাসিক, লয়েল রোড, জহুর হকার্স মার্কেটের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৬। হোটেল লুসাই ইন, পুরাতন গীর্জা, হোটেল আল মামুনের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৭। হোটেল সাউদিয়া, কে সি দে রোড, হার্ট অব কমিউনিটি সেন্টারের উপরে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
১৮। হোটেল এস নাইট সাবেক সুপার গেষ্ট হাউস, নবগ্রহ বাড়ির পাশে, লালদিঘীর পাড়, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
চস/স