spot_img

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের পাহাড়তলীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মো. ইসমাইল (৩৫) আকবরশাহ থানার নোয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

সোমবার (৩০) অক্টোবর) সরাইপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামি স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তার জন্য ওই অস্ত্র ব্যবহার করত। গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss