বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি জানান, বহদ্দার হাট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন তিনি।
চস/আজহার