spot_img

৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে জমে উঠছে বাণিজ্য মেলা

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জমে উঠছে বাণিজ্য মেলা। টিকিট কেটে মেলায় ঢুকছে নানা বয়সী মানুষ। যেসব স্টলে পণ্যের পসরা সেখানেই মানুষের ভিড়। তান্দুরি চা, আইসক্রিম, আচারের স্টলগুলোতে দম ফেলার ফুরসত নেই কর্মীদের। যদিও অনেক স্টল ও প্যাভিলিয়নের নির্মাণকাজ চলছে এখনও।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র ছিল এমন।

মেলায় ঢুকতেই চোখে পড়বে মার্কসের প্যাভেলিয়ন। এছাড়াও মেলার অন্যতম আকর্ষণ বিদ্যানন্দের বাঁশের তৈরি দোতলা প্যাভেলিয়নটি। মেলার উদ্বোধনী দিন থেকে চালু রয়েছে এটি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি পণ্যসামগ্রীর পসরা আছে। দর্শকদের ব্যাপক আগ্রহ এসব শৌখিন জিনিসপত্র নিয়ে। এখানে ছবি তুলতে মরিয়া তরুণ তরুণীরা।

স্বেচ্ছাসেবকরা জানান, বিদ্যানন্দের প্যাভেলিয়নে বিক্রি করা সব টাকা পথশিশুদের খাবারের তহবিলে যাবে। এখানে সর্বনিম্ন ১০ টাকায় ১ টি মাটির মঙ্গলপ্রদীপের বাটি পাবে। সর্বোচ্চ ৫ হাজার টাকায় কিছু ছবি বিক্রি করছি আমরা। শীতল পাটি ১-২ হাজার টাকায় বিক্রি করছি। বান্দরবান থেকে আনা চাকমাদের

বেচাকেনা চলছে মিঠাই, আরএফএল, গাজী, কনকা, সেভয় আইসক্রিম, ক্লাসিক্যাল হোমটেক্স, টেস্টি ট্রিট, ওয়াকার, চাঁদপুরের মৃৎশিল্প, ঢাকা ফুল বাজার, জান্নাত কার্পেট হাউসে।

মেলায় জমে উঠছে দক্ষিণ ও পশ্চিম পাশের শিশু কর্নারের রাইডগুলো। প্রতিটি রাইডের টিকিট ৫০, ৬০, ১০০ টাকা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss