spot_img

২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের কোতোয়ালীর ডাস্টবিন থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার কদমতলীর ফলমন্ডি এলাকার ১ নম্বর রোডের ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা লাশটি বস্তাবন্দি অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর সিআরবি পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন। শিশুটির আনুমানিক বয়স ৭ বছর। তার নাম নাসরিন আক্তার সুখী, তার বাবার নাম আব্দুর রাজ্জাক ও মার নাম বিলকিস বেগম এবং গ্রামের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফলমন্ডি ১ নম্বর রোডের মাথার ডাস্টবিন থেকে একটি শিশুর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনও পরিবারের খোঁজ পাইনি। লাশ শনাক্তকরণের চেষ্টা করছি এবং যে নাম ও পরিচয় পাওয়া গেছে তা যাচাই-বাছাই করে দেখছি।’

সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী) অতনু চক্রবর্তী বলেন, ‘লাশের মুখ দিয়ে ফেনা বের হয়ে ছিল। শরীরেও জখমের চিহ্ন আছে। শ্বাসরোধ অথবা পয়জনিংয়ের মাধ্যমে খুন করা হতে পারে। যোনি ও পায়ুপথে রক্তক্ষরণের চিহ্নও আছে। ধর্ষণের পর হত্যা কি না, সেটাও আমরা খতিয়ে দেখব।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss