চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি বাসা থেকে চুরির ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল্লাহ আল হৃদয় প্রকাশ রিফাত (২২) ও মো. কামাল হোসাইন মুন্না (২৪)।
বুধবার (১৫ মে) নগরীর সিআরবি ও চান্দগাঁও থানাধীন মেহেরাজখান চৌধুরী ঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়ট নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, গত ১৯ মে ভোর ৬টায় শর্মিষ্ঠা বড়ুয়া নামে এক নারীর বাসার তালা কেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রাইজবন্ড চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সেদিনই রবিন নামে একজনকে গ্রেপ্তার করে। আসামি রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার দেয়া তথ্যমতে পুলিশ গতকাল সিআরবি এলাকা থেকে রিফাতকে পরে চান্দগাঁও থানাধীন মেহেরাজখান চৌধুরী ঘাটা এলাকা থেকে কামাল হোসাইন মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের ১টি গলিত বার (১ ভরি), চোরাইকাজে ব্যবহৃত ১টি লোহার তৈরি কাটার, ১টি প্লাস এবং ৫’শ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা পেশাদার অপরাধী। তারা ভবঘুরে হয়ে নগরীর বিভিন্ন থানা এলাকায় দিনে ও রাতে ঘুরাফেরা করে। বিভিন্ন বাড়ির দিকে নজর রাখে। কোন ঘরে আলো না থাকলে তারা মনে করে সে বাসায় লোকজন নেই। আবার বিভিন্ন বাসা বাড়ির সিঁড়িতে উঠে দেখে তালা দেওয়া আছে কিনা। তালা দেওয়া থাকলে তারা সে বাসাকে টার্গেট করে কাটার দিয়ে তালা কেটে সময়মত চুরি করে। আবার কোন বাড়িতে দারোয়ান না থাকলে সুযোগ বুঝে বিল্ডিংয়ে উঠে যে বাসায় তালা দেওয়া থাকে সে বাসার দরজায় তাদের কাছে থাকা লোহার কাটার ও প্লাস দিয়ে তালা ভেঙে বাসায় প্রবেশ করে বাসার ভিতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে।
চস/স