spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে কিশোর হত্যায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

সোমবার (৩ জুন) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন চাড়িয়াপাড়ায় কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে ৩ জন ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডবলমুরিং থানা এলাকার চারিয়াপাড়ায় এলাকার নিহত মোঃ আজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৫ থেকে ৬ কিশোর গ্যাং সদস্য।

উপস্থিত লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমরা অভিযান পরিচালনা করে ৪ জনকে ধরতে সক্ষম হয়। যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

জানা গেছে, নিহত মো. আজিমকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ১ রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss