spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ১০ কেজি গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা, আটক ১

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় লাগেজভর্তি গাঁজা উদ্ধার করেছে সড়কে যানবাহন সামলানোর দায়িত্বপালনকারী শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় সিটি গেট এলাকায় বাস তল্লাশীর সময় লাগেজভর্তি গাঁজাসহ নৌ-বাহিনীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা ও নৌ-বাহিনীর কর্মকর্তারাসহ আটক ব্যক্তি এবং মালামাল আকবর শাহ থানায় হস্তান্তর করেন। ওজন করে দেখা গেছে জব্দ করা লাগেজে ১০ কেজি গাঁজা ছিল।

এই কার্যক্রমের অন্যতম সমন্বয়ক কাজী মো. আরিফুল ইসলাম চট্টগ্রাম সময়কে জানান, আমরা প্রতিদিনের মতোই দূর পাল্লার বাস থামিয়ে তল্লাশী করি। আজও তাই করছিলাম। আনুমানিক সন্ধ্যা ৬ টায় একটি পূর্বাশা বাসকে আমরা দাঁড় করাই। বাসটি তল্লাশী করার সময় আমার লাগেজটি দেখে সন্দেহ হয়। লাগিজটি তালা মারা থাকায় বাস থেকে লাগেজের মালিককে নামানো হয়। তখন মালিক লাগেজটি তার নয় বলে দাবী করেন।

আরিফুল ইসলাম আরও বলেন, লাগেজে কি আছে জানতে চাইলে মালিক বলতে পারেন না। এক পর্যায়ে লাগেজের মালিক বলেন এটি অন্যকারও লাগেজ তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। এরপর ছাত্ররা লাগেজটির তালা ভেঙ্গে গাঁজা দেখতে পায়।

শিক্ষার্থীদের এই প্রতিনিধি বলেন, এবপর্যায়ে আমাদের টাকা দেওয়ার জন্যও চেষ্টা করেন লোকটি। আমরা তাকে আটকে রেখে সেনাবাহিনীকে ফোন করি। সেনাবাহিনী আসতে না পারায় পরে নৌ-বাহিনী আসেন এবং আকবর শাহ থানায় নিয়ে যায়। সেখানে কর্তব্যরত এক কর্মকর্তাকে জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম নৌ-বাহিনীর এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি সেকশন টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় শিক্ষার্থীরা তাদের খবর দেয় লাগেজভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে তারা আটক করেছেন। অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে লাগেজ নিয়ে চলাফেরা করায় শিক্ষার্থীরা তাকে আটকে দেয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss