spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের স্ত্রী

আমার জামাই বীরের বেশে ফিরে আসবে

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ গ্রেপ্তার হয়েছেন। এদিকে, গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তার স্ত্রী।

ভিডিও বার্তায় সাজ্জাদের স্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে হায়-উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে অ্যারেস্ট তো হবেই। এগুলা নিয়ে এতো টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবছেন- আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনদিন বের হবে না- ওদের জন্য একবালতি সমবেদনা। আমরা কারি-কারি, বান্ডিল-বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটায়ছে তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো- এতোদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমরা পলাতক থাকার বেলা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা। শেষ করবো আমরা। আমার জামাই’র যারা সাপোর্টার আছো- আমার জামাইর জন্য দোয়া করবে, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ধন্যবাদ।

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম। হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলার আসামি তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss