spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ১০ ভরি স্বর্ণসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী অভিযানে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

পুলিশ জানায়, ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় সরাসরি জড়িত তিনজন—নুর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন জানায়, তার বাসায় চুরির টাকাসহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার তার বাসা থেকে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও স্বর্ণের চেইন।

পরবর্তীতে তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, নগদ অর্থ ৩,৪৫,০০০ টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ১টি।

কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম বলেন, “এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোর চক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্তে কাজ চলছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss