spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ‘কেএনএফের’ ইউনিফর্ম জব্দ: সাবেক এমপির ভাইসহ গ্রেপ্তার ৪

পাহাড়ের সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের’ (কেএনএফ) ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় চট্টগ্রামের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছোট ভাই তারেকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) রাতে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারেকুল ইসলাম ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক।

এটি সাবেক সংসদ সদস্য আব্দুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

ছালাম ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি আওয়ামী লীগ আমলে একাধারে নয় বছর সিডিএর চেয়ারম্যান ছিলেন।

গ্রেপ্তার অন্য তিনজন হচ্ছেন- তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। তারা ওয়েল কম্পোজিট নিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগ এনেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। তাদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত মে মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চারদফা অভিযান চালিয়ে ৪৭ হাজার ৫৮৫ পিস ইউনিফর্ম ও ৩১৫ ফুট ইউনিফর্মের থান কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে তিনটি। জড়িত ১৫ জনের নাম পেয়েছে পুলিশ। তাদের মধ্যে থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা হিসেবে মংহ্লাসিন মারমা ওরফে মং মারমাকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারতে পারেনি পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss