spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ২২ লাখ টাকার মুদ্রা জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক শারজাহগামী যাত্রীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল।

শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইট G9-521-এ উঠার আগে সন্দেহভাজন হিসেবে ওই যাত্রী মো. আব্দুল মাজিদকে (পাসপোর্ট নম্বর A08298074) তল্লাশি করা হয়। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার বাসিন্দা।

এভসেক-এর দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মাহফুজুর রহমান জানান, ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার কাছে এন্ডোর্সমেন্ট বহির্ভূত মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হয়। যাত্রী তা অস্বীকার করেন। পরে দেহ তল্লাশিতে বৈদেশিক মুদ্রার অস্তিত্ব পাওয়া গেলে তাকে ডিজিএফআই কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, এভসেক, সিআইআইডি ও বিমানবাহিনীর টাস্কফোর্সের উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করে নিচের মুদ্রাগুলো জব্দ করা হয়, ৪,৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ আমিরাতি দিরহাম, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল, ৩৬ হাজার বাংলাদেশি টাকা। আনুমানিক মূল্যমান প্রায় ২২ লাখ টাকা।

জব্দকৃত মুদ্রা ডিপার্টমেন্টাল মেমো (ডিএম) ভিত্তিতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি ও বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss