spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মুষলধারে বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, জলাবদ্ধতায় দুর্ভোগ

বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা দেখলো চট্টগ্রামের মানুষ। কোমর পানিতে তলিয়ে গেছে নগরের নিচু এলাকা। যেখানে সড়কগুলো পরিণত হয়েছে নদীতে।

জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিশু-কিশোর, অফিসমুখী কর্মজীবী মানুষ, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাত্রী-পথচারী থেকে খেটে খাওয়া লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। একই সময়ে টাইগারপাসের আমবাগানে বৃষ্টি রেকর্ড হয়েছে ১০২ দশমিক ২ মিলিমিটার।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ২২ মিনিট থেকে কর্ণফুলী নদীর জোয়ার শুরু হয়েছে। রাত ৯টা ৫২ মিনিটে আবার জোয়ার শুরু হবে।

ডুবেছে তিন পোল, দামপাড়া, জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ, পাঁচলাইশ, মোহরা, চান্দগাঁও, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা।

কাতালগঞ্জের বাসিন্দা আলমগীর চৌধুরী বলেন, চলতি বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা হলো চট্টগ্রামে। মূলত নদীতে জোয়ারের সময় অতিভারী বৃষ্টি হলে পানি নামতে পারে না। তখন জলাবদ্ধতা দেখা দেয়। কয়েকদিন ধরে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের কারণে নগরের নিচু এলাকা প্লাবিত হচ্ছিল। বিশেষ করে মোহরা চান্দগাঁও এলাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss