spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার মূলহোতা দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩১ আগস্ট) নগরের বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন দিলু (৩৬), হাসান ওরফে কিরিচ হাসানকে (৩০), মোহাম্মদ শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)।

র‌্যাব জানায়, শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে কয়েকজন সন্ত্রাসী পিন্টুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলু ও তার সহযোগী হাসান ওরফে কিরিচ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একই দিন বিকেল পৌনে ৫টার দিকে একই থানার আলীনগর এলাকা থেকে মোহাম্মদ শাহিন ও মোবারক হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ঘটনার পর ভুক্তভোগী পিন্টুর স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে পিন্টুর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তার চারজনকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss