spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে স্বাস্থ্যসেবা দিচ্ছে বিদ্যানন্দ

চট্টগ্রামে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরীর ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় বিদ্যানন্দের এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র চিকিৎসক শাহাদাত হোসেন।

সকালে তিনি নিজে রোগী দেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ চিকিৎসা কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।

সংগঠনটি এর আগে প্লাস্টিকের বিনিময়ে খাবার সরবরাহসহ বিভিন্ন ব্যতিক্রমী কাজ করে আসলেও, চিকিৎসা সেবার বিষয়টি এবারই প্রথম বলে জানিয়েছেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, “মানুষের মৌলিক অধিকার চিকিৎসা। কিন্তু সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগ দেশে নজির স্থাপন করবে। অর্থের অভাবে যারা চিকিৎসা বঞ্চিত হচ্ছে এ উদ্যোগের কারণে তারা চিকিৎসা সেবা পাবে।”

তিনি বলেন, প্লাস্টিক দ্রব্যগুলো পঁচনশীল না হওয়ায় পরিবেশে ক্ষতি করে এবং নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ এ প্লাস্টিক বর্জ্য। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগের কারণে প্লাস্টিকের দূষণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে আশা করা যায়।।

বিদ্যানন্দের এ উদ্যোগে এই চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন “অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। একই সময়ে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দুইটা সমস্যাকে একটা কনসেপ্টের মাধ্যমে সমাধান করার চিন্তা থেকে ” প্লাস্টিক কেয়ার” প্রজেক্টের যাত্রা। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবেন এবং মানুষের মধ্যে পরিবেশ দূষনের বিরুদ্ধে সচেতনতা ও দৃষ্টিভংগীর পরিবর্তন ঘটবে। এটি স্থায়ীভাবে চালু থাকবে”।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা: মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা: নিউটন ঘোষ, মেয়রে একান্ত সচিব জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss