spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আগ্রাবাদ এক্সেস রোডে ছাত্রলীগের মিছিল, ১১ জন গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০–৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান প্রদর্শন করে একটি মিছিল বের করায় পুলিশ অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর দুপুরে মিছিলটি দেখার পর সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদের নির্দেশনায় ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিল থামায়। পুলিশি অভিযানকালে মিছিলে অংশগ্রহণকারী ১১ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ ইমরানুল হক রোমান (৪৩), মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মোঃ সাইদুল ইসলাম (২৮) ও হাজী মোঃ নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ১৫–২০ জন পলাতক রয়েছে। এরা নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

ওসি বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss