বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। তবে বর্তমান বাস্তবতায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতি যুক্ত করা সময়ের দাবি। পিআর পদ্ধতি যুক্ত হলে সকল দলের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত হবে, যা উন্নত বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে আয়োজিত এক বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সর্বদা নির্বাচনের জন্য প্রস্তুত; তবে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, যারা মনোনয়ন বাণিজ্য করতে চায় তারাই শুধু পিআর পদ্ধতি বুঝেন না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে একটি ফ্যাসিবাদ, সন্ত্রাসমুক্ত, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সকল স্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি দলের সকল রুকনদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের মধ্যে ইসলামী রাজনীতির মর্মবাণী ছড়িয়ে দেন এবং ইসলামী সমাজব্যবস্থা কায়েমে সক্রিয় ভূমিকা পালন করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশারের সভাপতিত্বে ও ছিলেন নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য, ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর এম এ গফুর, আইনজীবি থানা আমীর আরিফুর রহমান প্রমুখ
সম্মেলনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের রুকনগণ উপস্থিত ছিলেন।
চস/স