spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হাটহাজারীতে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আহত ছাত্রদল নেতা তানিমের মৃত্যু

হাটহাজারী চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপিদাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় গুরুতর আহত অপর ছাত্রদল নেতা তানিমও (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায় ।

নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অপিদাসের উপর নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র অপি দাস ও তানিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অপি দাস কে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে নেয়া হয়।আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss