spot_img

১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে চলন্ত বাসে ছিনতাই, আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাতক আসামি মো. হাবিবুর রহমান জনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ডবলমুরিং থানাধীন জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জানা যায়, সম্প্রতি সে একটি দোকানে ঢুকে দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাই করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, গত ২৬ অক্টোবর রাতে কাস্টমস মোড়ে একটি সিটি সার্ভিস বাসের অভ্যন্তরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাসের ভেতরে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। যাত্রীরা সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী মো. আকবর হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তার তিন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দালেয় করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন জাম্বুরি পার্ক এলাকা থেকে পলাতক আসামি জনিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আর বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জনি চলন্ত বাসে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া সে স্বীকার করেছে, গতকাল একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দোকানীকে কুপিয়ে নগদ অর্থ ও পণ্য ছিনতাই করে পালিয়ে যায়। জনির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তার সহযোগী অন্য তিন পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss