spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হালিশহরে ২০ কেজি গাঁজা নিয়ে যুবক ধরা

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মো. সালমান (৩০) হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টায় অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. সালমানকে গ্রেপ্তার করা হয়।

তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। উদ্ধার গাঁজাসহ তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss