চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় কার্ভাডভ্যানের ধাক্কায় তারিকুল আলম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী তরিকুলসহ আরও দুজন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পটিয়ার দিকে আসছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
চস/আজহার