পার্বত্য এলাকার মানুষের দৌঁড়গোড়ায় উন্নয়নের সুফল আওয়ামী লীগ সরকার পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি চুক্তির ফলে পাহাড় এখন উন্নয়নের সুবাতাস বইছে। মঙ্গলবার সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনসাস্থ প্রকৌশল বিভাগের প্রায় ৬ কোটি টাকার মোট ১১ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর এক জনসভায় মন্ত্রী এ কথা বলেন।
আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার মো.আছাদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফ জামাল প্রমুখ।
চস/আজহার