spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বোয়ালখালীতে শিশু ও নারী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেপ্তার

উপজেলার চরখিজিরপুর ও শাকপুরা এলাকা থেকে শনিবার ফজল করিম (৬৫) ও শিমুল দে’কে (৩৫) গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন, চরখিজিরপুর ও শাকপুড়া বড়ুয়ার টেক এলাকায় ধর্ষণের ঘটনা দুইটি ঘটে বলে অভিযোগ করেছেন বাদিরা। মামলার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“চরখিজিরপুর এলাকায় ধর্ষিত নারী গ্রেপ্তার ফজল করিমের বাড়িতে কাজ করতেন। প্রতিবেশী হওয়ায় ফজল করিম শুক্রবার ওই নারীকে তার বাড়িতে মিলাদুন্নবীর তবারক নিতে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর ফজল রান্নাঘরে দরজা আটকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী।”

শনিবার অভিযোগ পেয়েই ফজলকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

এদিকে শাকপুরা বড়ুয়ারটেক এলাকায় শিমুল দে ১২ বছর বয়েসী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে শনিবার অভিযোগ করেছেন শিশুর মা।

অভিযোগের বরাতে ওসি করিম বলেন, “ওই শিশু বোনের সাথে খেলার সময় শিমুল তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে যায়। একটি পোশাক কারখানার পেছনে নিয়ে শিমুল ওই শিশুকে ধর্ষণ করে।”

শিশুটির মা জানতে পেরে রাতে থানায় মামলা করার পর শিমুলকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss