spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রাক খাদে পড়ে রামুতে নিহত এক

কক্সবাজারের রামুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. নুরুল আজিম (২৮) নামের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক রামু উপজেলার কলঘর বাজারস্থ আলী আহমদ সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

ঘটনাস্থল থেকে রামু হাইওয়ে ক্রসিং থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, সকালে বালুবাহী একটি ট্রাক চকরিয়া খুটাখালী থেকে টেকনাফ যাওয়ার পথে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের মামুন মিয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আজিম মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।

স্বজনরা ময়নাতদন্ত করতে অপরাগতা প্রকাশ করায় কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাফনের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি পেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss