spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার করোনায় প্রাণ হারালেন কুমিল্লার নারী চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার নারী চিকিৎসক ডা. আইরিন পারভীন মারা গেছেন । গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইরিন কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

আজ রোববার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ডা. আইরিন পারভীনের বাবার বাড়ি কুমিল্লা সদরের রত্নাবতী গ্রামে। তিনি স্বামীসহ কুমিল্লা নগরীতে থাকেন। তার স্বামী ডা. আজিজুর রহমান সিদ্দিকী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

করোনাভাইরাসের এই সময়ে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন ডা. আইরিন। এরপর গত ২৪ নভেম্বর কুমিল্লা মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় ওই হাসপাতালের আইসিইউ ইউনিটে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss