সাউন্ড স্পিকার বক্সে করে ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ জোবায়ের। এসময় তার কাছ থেকে ৭ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পুইছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কক্সবাজার থেকে অভিনব কায়দায় সাউন্ড স্পিকারের মধ্যে করে ইয়াবা পাচার করছিলেন গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ী। পাচারের জন্য মহাসড়কের পরিবর্তে আঞ্চলিক সড়ক দিয়ে নগরীতে প্রবেশের চেষ্টা ছিল তার। গোপন সূত্রে এ তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৭ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চস/এএম