spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ১৬ ঘর

বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কধুরখীলের রিভার ভিউ সংলগ্ন রহিম বক্স মাঝির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১৬ ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

আনোয়ার হোসেনের ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তেই ওই ঘরসহ পার্শ্ববর্তী ঘরে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে রাস্তা সরু হওয়ার কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছতে তাদের সময়ক্ষেপণ হয়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান।

ক্ষতিগ্রস্থরা হলেন- আবদুল করিম, ফজল করিম, আবুল কালাম, হাসিনা বেগম, শাহনাজ আকতার, আবদুর রশিদ, শামসুল আলম, আনোয়ার হোসেন, আবু জাফর, আবদুল কাদের, আবদুল হামিদ, আবু সৈয়দ, আবদুর রাজ্জাক, রোকন উদ্দিন, খোকন, কামাল হোসেন প্রমুখ। তিনি এ সংখ্যা আরো বাড়তে পারে বলে দাবি করেন।

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss