spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ১০৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের দেহে। একইসময়ে করোনায় কেউ মারা যায়নি। নতুন শনাক্তকৃতদের মধ্যে ৭৪ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ১৩৫ জনে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে ১৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন। এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের দেহে ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১ হাজার ১৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও সিভাসুতে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। শেভরণে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss