কক্সবাজারের ঈদগাঁওতে এক কিশোরীকে ‘মাইক্রোবাসে তুলে নিয়ে’ তিনদিন ধরে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগে ঈদগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাইক্রোবাসটির চালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানার পুলিশ।
ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনায় ৪ জনকে আসামি করে কিশোরীর নানার এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। গ্রেপ্তার দুইজন হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে জাফর আলম ওরফে খোরশেদ (৫৫) এবং ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে আহম্মদ উল্লাহ (২৬)। আহমদ উল্লাহ মাইক্রোবাসটির চালক এবং জাফর আলম ওরফে খোরশেদ ঈদগাঁও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক।
মামলার অন্য আসামিরা হলেন ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মেহেরঘোনা এলাকার ছব্বির আহমদের ছেলে জালাল ওরফে টুক্কুইয়া (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম (৪০)। ভুক্তভোগী কিশোরীর (১৫) বাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া এলাকায়।
এজাহারের বরাতে ওসি আব্দুল হালিম বলেন, গত ২৮ জানুয়ারি বিকালে ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী এলাকার এক বান্ধবীর ছোটভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ধলঘাটা এলাকার একটি লন্ড্রির সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস তার (কিশোরী) সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে ৩ জন লোক ওই কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এসময় সে চিৎকার করার চেষ্টা করলে অপরণকারীরা মুখে কস্টেপ লাগিয়ে দেয়।
অফিসার ইনচার্জ বলেন, ঘটনার দিনই (২৮ জানুয়ারি) ওই কিশোরীকে একই মাইক্রোবাসযোগে চট্টগ্রামের বহদ্দারহাটের মাইক্রোবাস স্ট্যান্ডে নিয়ে আসা হয়। এসময় তার হাত-পা বেঁধে গাড়িটির পিছনের সিটে ৩ জন মিলে ধর্ষণ করে। ২৯ জানুয়ারি রাতে একই মাইক্রোবাসে করে ওই কিশোরীকে ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ মাঠে নিয়ে আসে। সেখানে তারা ৩ জন মিলে আবারও তাকে ধর্ষণ করে।
আরো পড়ুন: অস্ত্র ও ইয়াবাসহ রাউজানে যুবলীগ নেতাসহ ৩ যুবক গ্রেপ্তার উদ্ধার
এজাহার সূত্রে প্রকাশ, ২৯ জানুয়ারি রাতে কিশোরীটিকে তুলে আনার বিষয়টি অপহরণকারীরা মোবাইল ফোনে জাফর আলম ওরফে খোরশেদকে অবহিত করে। পরে রাতেই তাকে ঈদগাঁও বাজারের ডিসি রোডের মমতাজ মার্কেটের দু’তলায় অবস্থিত মাইক্রোবাস চালক সমিতির অফিসে নিয়ে যায়। ওই কিশোরীকে মার্কেটটির দু’তলার আরেকটি কক্ষে জোরপূর্বক ঢুকানোর চেষ্টা করে। এ সময় কিশোরী শোর-চিৎকার করলে বাজারের দায়িত্বরত প্রহরীরা শুনতে পায়। তারা ঘটনাস্থলে উপস্থিত হলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাফর আলম ওরফে খোরশেদকে হাতেনাতে আটক করা হয় বলে জানান ওসি।
চস/স