নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ ১০ দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ভোর তিনটা থেকে চারটার মধ্যে কোম্পানীগঞ্জের সিরাজপুর ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগরে ও কবিরহাটের কোম্পানীরহাটে এ ঘটনা ঘটে।
খরব পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ফায়ার সার্ভির গিয়ে আগুন নিয়ন্ত্রণে আানে। তার আগে কবিরহাটের কোম্পানীর হাটে নয়টি দোকান পুড়ে প্রায় আশি লাখ টাকা ও কোম্পানীগঞ্জের মোহাম্মদনগরের মানিকপুর স্কুল সংলগ্ন একটি দোকান ও দুটি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোহাম্মদনগরের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. নুরনবী (৫৫) জানান, প্রথমে দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে বসতঘর ও রান্নাঘরও পুড়ে যায়। এতে তার ছেলে আবদুল্লাহ আল নাহিদের (২৪) বিদেশ যাওয়ার জন্য ঘরে রাখা এক লাখ বিশ হাজার টাকাসহ ঘরের সব মালামাল পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া জানান, ভোর চারটা ৩৫ মিনিটে খরব পেয়ে মোহাম্মদপুরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুর আলম বলেন, সোয়া ৩টার দিকে খবর পেয়ে কোম্পানীর হাটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
চস/আজহার


