spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালদায় ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক, ২০ হাজার টাকা জরিমানা

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু বোঝাই করছিল। খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিনচালিত নৌকা দুটি জব্দ করা হয়। এছাড়াও নৌকার মালিকদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোনও কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছেড়ে দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকর যে কোনও বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss