spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিখোঁজের ৫ দিন পর তরুণের মরদেহ মিললো ঝোঁপে

কক্সবাজারের রামু উপজেলা ঈদগড়ে পাঁচদিন ধরে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্থানীয়দের খবরে তুলাতলি ফরেস্ট অফিস সংলগ্ন ঝোপের ভেতর থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন। তবে, গত পাঁচদিন যে নিখোঁজ এ বিষয়ে কোন ডায়রি করেনি পরিবার।

মরদেহ পাওয়া মাহমুদুল হাসান বাপ্পি (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছগিরা কাটা এলাকার সৌদি প্রবাসী আব্দুল মাবুদের ছেলে। পেশায় নির্মাণ ও কৃষি শ্রমিক ছিলেন বাপ্পি।

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভূট্টো পরিবারের বরাত দিয়ে জানান, প্রাবাসে থাকা পিতার কাছে ব্যবসার জন্য কিছু টাকা চেয়েছিলেন বাপ্পি। টাকা দিতে পিতা অস্বীকৃতি জানানোর পর থেকে নিরুদ্দেশ ছিলো সে। ধারণা করা হচ্ছে এ বিষয় নিয়ে অভিমানে আত্মহনন করেছে বাপ্পি। ছেলেটি খুব বেশি অভিমানী ছিল বলে দাবি করেছে তার পরিবার।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, এস আই হাসান এবং জাফরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss