spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনের টিকিটসহ চট্টগ্রামে কালোবাজারি গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম নামে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ২০টি আসনের টিকিট জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ মার্চ) রাতে স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ২০টি আসনের ৬টি টিকিট জব্দ করা হয়।

জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss