spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁশখালীতে নিত্যপণ্যের দাম বেশি নেওয়ায় ৫ দোকানে জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বেশি দাম নেওয়ায় বাঁশখালীতে ৫ দোকানে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলা সদর বাজার ও মিয়ার বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ দোকানিকে জরিমানা করেন তারা। এর মধ্যে মিয়ার বাজারের আবসার স্টোরকে ১ হাজার টাকা, নজরুল স্টোরকে ১ হাজার টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা ও উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং কিছু অসাধু ব্যবসায়ী রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা করছেন। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষ্যে পরিচালনা করেছি। সবাইকে অহেতুক পণ্যের দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss