spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছয় হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চাঁদপুরের মতলব এলাকার জাকির হোসেন (৩৩) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ এলাকার মো. আনোয়ার হোসেন (৩০)।

পুলিশ বলছে, গত বৃহস্পতিবার চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজিব হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা কারবারীদের আটক করেছেন। ওই সময় তাঁদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা জব্দ করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss