পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে দাম লেখা ৭৬০ টাকা। কিন্তু দোকানির মাথায় লোভ চেপেছে, তিনি সেই তেল খুলে খোলা হিসেবে বিক্রি করছেন লিটার প্রতি ১৮০ টাকায়। যেখানে ৫ লিটার তেলের দাম গিয়ে দাঁড়ায় ৯০০ টাকায়। অর্থাৎ আগে মজুদ করা এসব তেল এখন বিক্রি করে তিনি বাড়তি ইনকাম করছেন ৫ লিটারে ১৪০ টাকা। কথায় আছে দেয়ালেরও কান আছে। কিন্তু বে-রসিক ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সইতেই পারলেন না দোকানির এমন সুখ। জেনে গেলেন ব্যবসায়ীর এমন লাভের খবর। মুহূর্তেই গাড়ি নিয়ে এসে ঢুকে পড়লেন দোকানে। এদিক-ওদিন খুঁজে দ্রুত বের করে ফেললেন সব তথ্য। জরিমানা করলেন ২ লাখ টাকা। জনগণের ক্ষতি করার যে কাজটি শুরু করেছিলেন দোকানি, সেই গর্তেই ফেলে দিলেন তাকে। একেবারে সিলগালা করে বন্ধ করে দিলেন তার দোকান।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ছোটপোল কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিসমিল্লাহ স্টোরকে এ জরিমানা ও সিলগালা করেন অধিপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন। জব্দ করা হয়েছে এক হাজার লিটার সয়াবিন তেল।
তিনি বলেন, বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে দেড় হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ৫০০ লিটার তেল বোতলজাত অবস্থায় ছিল। বোতলজাত সয়াবিন তেল বোতল থেকে বের করে খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছিল এ দোকানে। তাই দোকনটিকে ২ লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, আগে কেনা বোতলজাত তেলের গায়ে দাম লেখা আছে ৭৬০ টাকা। এসব বোতল খুলে খোলা সয়াবিন তেল হিসেবে প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এতে ৫ লিটার তেলের দাম হয় ৯০০ টাকা।
চস/এনএইচ


