spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে লরিচাপায় গৃহবধূ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় রিংকু চক্রবর্তী (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুন) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিংকু বাড়বকুণ্ড এলাকার অনন্তপুর গ্রামের রুপন চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রিংকু স্থানীয় বাড়বকুণ্ড বাজার থেকে কেনাকাটা শেষে বাড়িতে ফেরার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাওয়ার আগেই পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss