spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অবশেষে নাসির খালের বাঁধ সরালো চসিক

জলাবদ্ধতা কমাতে অবশেষে নাসির খালের বাঁধ সরালো চসিক। মাটি ও ময়লা-আর্বজনায় ভরাট হয়ে থাকা খালের মুখে বাঁধের কারণে জমে থাকা পানিতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। এমন পরিস্থিতিতে জলজট কমাতে বৃহত্তর আগ্রাবাদের পানি প্রবাহের একমাত্র মাধ্যম নাসির খালের বাঁধ সরিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)।

সোমবার (২০ জুন) দুপুরে খাল পরিষ্কার করে বাঁধ খুলে দেওয়া হয়।

চসিকের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর মোবারক আলী জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে সিডিএকে বলছিলাম যে খালের বাঁধগুলো খুলে দিতে। নাসির খালের উন্নয়ন কাজ শেষ না হওয়ায় তারা (সিডিএ) বাঁধ খুলতে চায়নি। জলজট হয়ে যাওয়ায় আমরা এই খালের বাঁধ সরিয়ে নিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাঁধ সব খুলে দেওয়ার জন্য। সে কারণে জলজট কমাতে পরিষ্কার করে এই খালের বাঁধ খুলে দেওয়া হয়েছে। পানি প্রবাহ ঠিক রাখার জন্য যা যা করার তাই আমরা করছি।’

এদিকে গতকাল রবিবার টানা বৃষ্টিতে সন্ধ্যা সাতটার মধ্যে তলিয়ে যায় নগরীর দুই নম্বার গেট, মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকা। এসময় রাস্তায় কোমর সমান পানিতে আটকে জলজট ও যানজটে চরম ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ। আক্তারুজ্জামান ফ্লাইওভারে যানবাহনে বসে রাত কাটিয়েছেন শত শত যাত্রী।

উল্লেখ্য, বর্ষা আসার আগে থেকেই উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকা নগরীর পানি প্রবাহের খালগুলোর মুখ খুলে দিতে সিডিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আহবান জানিয়েছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss