spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বন্দুক ও রামদাসহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে একটি বন্দুক ও দুটি রামদাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

তারা হলেন- উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী জোহারের ছেলে মো. আব্দুল্লাহ (২০) ও ইউসুফের ছেলে মো. ইয়াকুব (২৩)।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প-২২ থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss