spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে পুত্রবধূ খুন: শ্বশুর-শাশুড়ি ৬ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে শবে বরাতের দিন মাংস রান্না নিয়ে ঝগড়ার জেরে পুত্রবধূ রুবি আক্তারকে খুনের ঘটনায় শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

গ্রেপ্তাররা হলেন- ইয়াকুব নবী (৬৭) ও তার স্ত্রী খদিজা বেগম (৫৭)।

সোমবার (২২ আগস্ট) হাটহাজারী উপজেলার চৌধুরীহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, ২০১৬ সালে শবে বরাতের দিন ঘরে মাংস রান্না করা নিয়ে পুত্রবধূ রুবি আক্তারের সঙ্গে শ্বশুর ইয়াকুব নবীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইয়াকুব গলা টিপে ধরলে রুবি মারা যান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তারা রুবির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় রুবির পরিবার ইয়াকুব-খদিজা দম্পতির বিরুদ্ধে মামলা করে। মামলার পর স্বামী ও স্ত্রী হাটহাজারীতে আত্মগোপনে ছিল।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান জানান, রুবির পরিবার মামলা করার পর জায়গায় জমি বিক্রি করে রুবির শ্বশুর-শাশুড়ি হাটহাজারী চলে যায়। হাটহাজারীর চৌধুরীহাটে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা।

মামলার তদন্তভার পিবিআই পাওয়ার পর শ্বশুর-শাশুড়ির অবস্থান শনাক্ত করে হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শাশুড়ি খদিজা জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জবানবন্দি দিয়েছেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss