spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চবি শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে স্কুটি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ হারালেন চবি শিক্ষক ড. আফতাব হোসেন। তিনি স্কুটি আরোহী ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবির এক নম্বর গেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

৪১ বছর বয়সী ড. আফতাব হোসেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরি বিসি হলের নিচে থাকতেন। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চবির প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এক পুত্র সন্তানের জনক। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

জানা যায়, ড. আফতাব হোসেন ব্যক্তিগত কাজে স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় একটি বেপরোয়া প্রাইভেটকার তার স্কুটিকে পেছন থেকে সজোরে আঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট মোড়ে আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘটনার পর ওই প্রাইভেটকারের চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss