spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শুভ চাকমা ওরফে গ্রিক (৪০)।

বুধবার ভোরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগুচ্ছেছুড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নানিয়ারচরের এগুচ্ছেছুড় এলাকায় ইউপিডিএফের জেলা ইউনিটের সহকারী পরিচালক শুভ চাকমা ওরফে গ্রিক একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়ি ঘিরে ব্রাশফায়ার করে। এতে শুভ চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, সাবেক্ষ্যং ইউনিয়নে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি দুর্গম এলাকা। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা দিয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss