চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি সদরের গাউছিয়া মার্কেট এলাকায় লরির পেছনে এক সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হেদায়েতুল্লাহ (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত হেদায়তে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোহেলপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি। আহতরা হলেন- রাজু (৩৫), আব্দুর রহমান (৩৮)। আহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিবিরহাট খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আদিল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বিবিরহাট খাজা গাউছিয়া মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা চা পাতার একটি লরিকে সজোরে ধাক্কা দেয় খাগড়াছড়িমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা। এসময় অটোরিকশার চালকসহ চারযাত্রী আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. হেদায়েতুল্লাহকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত রাজু ও আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. টুম্পা।
চস/এস


