ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রুহুল আমিন (২৫) ও মো. জালাল (৩৯)।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে একটি মাদকের চালান আসছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে ফতেহপুর এলাকায় গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুত তাকে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। পরে প্রাইভেটকারের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
তিনি আরও বলেন, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/স


