spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে এবার তুলার গোডাউনে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে এই ঘটনা ঘটে। ওই গোডাউনের মালিক মো. লোকমান।

কুমিরা উপজেলার চেয়ারম্যান মোর্শেদুল আলম মোরশেদ বলেন, গোডাউনটির কোন ট্রেড লাইসেন্স নেই। আগে এটি ডিপো ছিল। পরিত্যক্ত হিসেবে এটি পড়েছিল। লোকমান নামে একব্যক্তি ভাড়া নিয়ে এটিকে তুলার গোডাউন হিসেবে ব্যবহার করতেন। সকালে হঠাৎ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss