spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে ১৬ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে। লোহাগড়ায় রোববার বিকেলে ও সোমবার বেলা ১১টার দিকে এ পুকুরে ডুবে দুই শিশু মারা যায়।

জানা যায়, সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় খেলতে গিয়ে পুকুরে নামে আবিদা তাবাচ্ছুম নামে দুই বছরের শিশু। এরপর সে পানিতে ডুবে মারা যায়। এর আগে রোববার বিকেলে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা মিয়াজি পাড়ায় আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম নামের দুই বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

আবিদা ওই এলাকার সৌদি প্রবাসী ছগির আহমদের মেয়ে। অপর শিশু সিয়াম কুমিরাঘোনা মিয়াজি পাড়ার আবদুল রহিম সওদাগরের ছেলে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, পুকুরের পানিতে ডুবে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুইজনই একইভাবে মারা যায়। তারা খেলার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখেন। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss