spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিস্কারে নেমে বাবাসহ ২ ছেলের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় বাবাসহ দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই এলাকার আনোয়ার হোসেন (৭৮), ছেলে শহিদুল ইসলাম (২২) ও শাহাদাত হোসেন (৫০)।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে ভারি বর্ষণে উজানের ঢলে চকরিয়ার অনেক জায়গার মত বহদ্দারকাটা এলাকা প্লাবিত হয়। এতে আনোয়ার হোসেনের বসত ভিটাও বানের পানিতে তলিয়ে যায়। তার বাড়ির সেপটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

তিনি বলেন, বুধবার রাতে বসত ভিটা থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ার হোসেনের দুই ছেলে ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। এতে গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভিতরে দুই ভাই অবচেতন হয়ে পড়েন। এসময় উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন।

“কারও সাড়াশব্দ না পেয়ে পরিবার সদস্য ও কয়েকজন আত্মীয় গিয়ে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। রাত ১১টার দিকে দুই ছেলেকে চকরিয়া সরকারি হাসপাতালে মৃত ঘোষণা করেন। রাত আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবা আনোয়ার হোসেনও মৃত্যুবরণ করেন।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss