spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অটোরিক্সা-বাস সংঘর্ষে সীতাকুণ্ডে প্রাণ গেল চালকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালক বাসচাপায় নিহত হয়েছেন। সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া আহাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, অটোরিক্সা চালক পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে সড়কে উঠেন। এ সময় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তারা বাসটি আটক করতে পারেননি। তবে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এনে রেখেছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss